সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনজুর-এ-এলাহী। এ সময় তিনি হাসপাতালের সেবার মানোন্নয়নে কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পাশাপাশি বাকেরগঞ্জের বিভিন্ন ক্লিনিকের মালিকের সঙ্গেও বৈঠক করেন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুইদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেছেন। সোমবার সকালে তিনি উদ্বোধন করেন। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে সিভিল সার্জন সম্মেলনের আয়োজন করা হয়।
দেশের হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আনসারের পাশাপাশি স্বাস্থ্য পুলিশের দাবি করেছেন সিভিল সার্জনরা। পাশাপাশি ভুয়া ডাক্তার, প্রতারক ও ভেজালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চেয়েছেন তারা।